নরসিংদীতে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন খোকন

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:১২ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নরসিংদীর বড়বাজার ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। দীর্ঘ ১৭ বছর পর আবারও ধানের শীষ প্রতীকে নিজের জন্য ভোটের মাঠে নামেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

এসময় তিনি বাজারের বিভিন্ন পট্টির ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। অতীতে দেশের মানুষ শোষণ ও নিপীড়নের শিকার হয়েছিল, কিন্তু এখন তারা মুক্তভাবে কথা বলতে পারছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে, আর আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা।”

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

পরে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নরসিংদী বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।