হালুয়াঘাটে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে উগ্রবাদী ও ফ্যাসিবাদী শক্তির কবর রচনা করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশের নবযাত্রা শুরু হবে।
তিনি আজ রোববার দুপুরে হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন শিক্ষক, ব্যবসায়ী, সাবেক ব্যাংকার, চাকরিজীবী, গৃহিণী ও যুবক।
আরও পড়ুন: গাজীপুরের শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান
বিএনপিতে যোগদানকারীদের স্বাগত জানিয়ে প্রিন্স বলেন, বিএনপি একটি সর্বজনীন রাজনৈতিক দল। এই দলকে শক্তিশালী করা মানে দেশকে শক্তিশালী করা, বিএনপির বিজয় মানেই জনগণের বিজয়।
তিনি আরও বলেন, বিএনপি সকল ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের দল। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিতে বিশ্বাসী বিএনপি সকল ধর্মের মূল্যবোধের প্রতি সম্মান জানায় এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের জনগণের প্রতি বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিও আপনাদের পাশে থাকবে।
আরও পড়ুন: যুবলীগ নেতাকে ছাড়াতে না পেরে থানার সামনে সাংবাদিকদের উপর হামলা বিএনপি নেতার
সম্প্রতি ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনা জাতি হিসেবে আমাদের মাথা নত করে দিয়েছে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক শাসনের অনুপস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে এ ধরনের বর্বর ঘটনা ঘটছে। যারা এসব ঘটাচ্ছে তারা মানুষ নামের অমানুষ। তিনি বলেন, ভালুকায় যা ঘটেছে তা প্রকৃত বাংলাদেশের চিত্র নয়। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কর্তৃত্ববাদী রাষ্ট্র কায়েম করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে হিন্দু সম্প্রদায়ের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীরাও বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ইসলামের নামে দেশকে বিভক্ত করতে চায় এবং অতীতে ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়েছিল। জনগণের ধারণা, তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠীর উত্থানে নেপথ্যে কাজ করছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ধর্মের নামে রাজনীতি করে কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে।
হারেন ভট্টাচার্যের সভাপতিত্বে ও উত্তম কুমার বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাবু দিলীপ কুমার, আনন্দ ঘোষ, স্নেহাশীষ সরকার, বাধন চন্দ্র সরকার, রঞ্জিত কুমার দেবনাথ, সুপ্রজিত সরকার, রবিন ঘোষ, মধু চন্দ্র পাল, স্বপন কুমার ধর, প্রিন্স সাংমা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক গাজীপুর আহমেদ পদার, পৌর বিএনপির আহ্বায়ক বিপ্লব মনিরুজ্জামান স্বাধীন ও আনোয়ার হোসেন।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ সন্ধ্যায় আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং ধারা ইউনিয়নের বীরগুছিনা প্রাইমারি স্কুল ভোটকেন্দ্রে ভোটারদের মধ্যে নির্বাচনী কার্যক্রমে দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।





