নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Sanchoy Biswas
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চেইন চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২১ ডিসেম্বর (রবিবার) উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামে।

নিহত যুবকের নাম শাহীন ভূইয়া (২২)। তিনি ওই গ্রামের আক্তার ভূইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার চেইন চুরির সন্দেহে মধ্যপাড়া এলাকার রাস্তা থেকে জোরপূর্বক বাড়িতে ধরে নিয়ে আটক করে মারধর করা হয় শাহীন ভূইয়াকে। এক পর্যায়ে শাহীন গুরুতর আহত হলে অভিযুক্তরা তাকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে চলে যায়।

আরও পড়ুন: শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮

পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহীন ভূইয়াকে উদ্ধার করে পাশ্ববর্তী সরাইল হাসপাতালে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা আক্তার ভূইয়া বলেন, “দুইদিন আগে আরাফাত আলীর ভাতিজা আসমত আলীর ছেলে মিলনের নাতির একটি রুপার চেইন হারিয়ে যাওয়ার ঘটনার জেরে চোর সন্দেহ করে আমার ছেলেকে ধরে নিয়ে মেরে হত্যা করা হয়।”

আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, “শুনেছি রুপার চেইন চুরির মত একটি তুচ্ছ ঘটনার অভিযোগে এলাকায় খুনের ঘটনা ঘটেছে। অভিযোগটিও আবার সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়। কষ্ট হচ্ছে, ব্যক্তিগত সমস্যার কারণে আমি নিয়মিত এলাকায় না থাকায় সাম্প্রতিক সময়ে দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারিনি।”

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।