নরসিংদী থেকে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করতে এবং তাকে স্বাগত জানাতে নরসিংদী থেকে ট্রেন, বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা ভোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
দীর্ঘ ১৭ বছর পর নিজ দেশের মাটিতে পা রাখতে যাওয়া বিএনপির এই নেতাকে একনজর দেখতে বৃহস্পতিবার ভোর থেকে নরসিংদী জেলার ৬ উপজেলার ৭১টি ইউনিয়ন, ৫ টি পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ভোর থেকে ট্রেন, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট সড়ক) সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার পথে ছুটছেন।
আরও পড়ুন: ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত জুলাইযোদ্ধা তাহরিমা গ্রেপ্তার
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণের দিনটিকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মী ও সমর্থকরা যাতে সুশৃংখলভাবে অংশ নিতে পারেন সেই লক্ষ্যে দফায় দফায় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহীর নেতৃত্বে প্রস্তুতি সভা করেন নরসিংদী জেলা বিএনপি।
জেলা বিএনপির একাধিক নেতা জানান, দলের নেতাকর্মীদের যাতায়াতের জন্য ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার আগমনে আজ বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক বাস ও ট্রাক ছেড়ে গেছে। এছাড়া বরাদ্দকৃত নরসিংদী কমিউটার ট্রেন নেতাকর্মীদের নিয়ে যথা সময়ে ছেড়ে যাবে। আশাকরছি প্রিয় এই নেতাকে একনজর দেখতে নরসিংদী জেলা থেকেই প্রায় অর্ধ লক্ষাধিক লোক সমাগত হবে। এদিকে নরসিংদী মানুষের প্রতি দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।





