যশোরে টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন
যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় যশোরে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিনের মধ্যভাগে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তা ঠান্ডার প্রকোপ কমাতে পারছে না।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
কাজের সন্ধানে বের হতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। অনেক কৃষকও কুয়াশা ও শীতের কারণে দেরিতে মাঠে যাচ্ছেন, ফলে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলার হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন অনেকে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় ঠাণ্ডার অনুভূতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।





