টাঙ্গাইলে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার
টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১১টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
গ্রেফতারকৃতরা হলেন: সঞ্জিত রবিদাস, হেলাল খান, মুসা মিয়া, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, আসাদুজ্জামান এমারত, লিটন মিয়া, মিন্টু, সোলায়মান, শফিকুল ইসলাম, নাইমুর, বিপ্লব হোসেন, সাদ্দাম হোসেন, আলীম উদ্দিন এবং ফরহাদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, দেলদুয়ার, নাগরপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর এবং ধনবাড়ী থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ





