ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের তারিখ ঘোষণা

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৪ | আপডেট: ১০:৩৪ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৪
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার (ইসি)। সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন ইসি আনিছুর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা আছে।

এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

এ ছাড়া গত ৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক ওরফে রিফাত। তার মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়।