আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যানচলাচল বন্ধ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে সংগঠনটি সড়ক অবরোধ করলে মুহূর্তেই শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
আরও পড়ুন: ঢাকা-১৭: তারেক রহমানের প্রচারণায় গেঞ্জি বিতরণ
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, “শহীদ পিন্টুর হত্যার বিচার চাই। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের দায়ে আইজিপিকে দ্রুত অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, “শাহবাগ মোড় বর্তমানে পুরোপুরি ব্লকড। পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন অবরোধ করে আন্দোলন করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
আরও পড়ুন: দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ : গবেষণা
এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদের আয়োজনে প্রতিবাদ সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মদ পিন্টুর স্ত্রী, সাবেক কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা বলেন, তার স্বামীকে “পরিকল্পিতভাবে হত্যা” করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যার দায়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ পাওয়ার পরও আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
নাসিমা আক্তার কল্পনা আরও বলেন, “হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে পিন্টুকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। রিমান্ডে নির্যাতনের কারণে তার চোখের সমস্যা গুরুতর হয়। আদালতের থেরাপির নির্দেশ থাকলেও তা পালন করা হয়নি। কমিশনের প্রতিবেদন এখন প্রমাণ করেছে—এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।”





