চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)-এর বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় রিয়াদসহ চারজনকে গ্রেপ্তারের পর এই চেক উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ বুধবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বনানীর সিসা বারে যুবক খুন

ডিএমপি জানায়, গত ২৬ জুলাই রাতে গুলশানে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ ও তার সহযোগীরা। তখনই পুলিশ অভিযান চালিয়ে রিয়াদসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরবর্তীতে তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান ২৭ জুলাই আসামিদের ঢাকার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: সাদাপাথর খেকুরা শনাক্ত, শীঘ্রই আইনি ব্যবস্থা

রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, এর আগেও রিয়াদের নেতৃত্বে একটি দল ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা আদায় করে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ২ কোটি ২৫ লাখ টাকার চেকগুলো নতুন করে মামলার আলামত হিসেবে যুক্ত করা হবে এবং এ ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার হওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সংগঠনের সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াদ।

ঘটনার তদন্ত চলমান রয়েছে, এবং পুলিশ বলছে—চাঁদাবাজির এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।