১ ও ২ টাকার কয়েন বৈধ মুদ্রা: বাংলাদেশ ব্যাংকের নতুন ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১ ও ২ টাকার কয়েন নিয়ে জনগণের উদ্দেশে নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব ধরনের ধাতব মুদ্রা বৈধ এবং লেনদেনে গ্রহণযোগ্য।

আরও পড়ুন: প্রতি ভরি ২২ ক্যারেটের দাম বেড়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার কয়েন লেনদেনে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। কিন্তু প্রচলিত আইন অনুযায়ী কাগজের নোটের পাশাপাশি সব ধরনের ধাতব মুদ্রাই বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব কয়েন গ্রহণে অস্বীকৃতি জানানো আইনবিরোধী। তাই জনগণকে ১ ও ২ টাকার কয়েন লেনদেনে স্বাভাবিকভাবে ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: সিটি ব্যাংকের এমডিসহ ইন্ধনদাতারা গোয়েন্দা নজরদারিতে

কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, মুদ্রার প্রতি আস্থা বজায় রাখা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই কয়েনগুলোও মুদ্রা হিসেবে সমানভাবে মূল্যবান।