শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৫ হাজার কেজি সুতা জব্দ

- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগীয় কর্মকর্তাকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি। এমনকি অফিসে গিয়েও তার কর্মস্থলে পাওয়া যায়নি।
নরসিংদীর ম্যানচেস্টার খ্যাত মাধবদীতে শুল্ক ফাঁকি দিয়ে সুতা আমদানির প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার মাধবদী বাজারের গরুর হাট ও আশপাশের এলাকা থেকে এসব সুতা জব্দ করা হয় বলে জানা যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী অফিসের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে মাধবদী বাজার ও এর আশপাশ এলাকায় একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে নিয়মিতভাবে বিপুল সুতা আমদানি করে আসছে। এতে সরকার প্রতি মাসে লক্ষ, লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। চক্রটির গতিবিধি দীর্ঘদিন ধরে নরসিংদী কাস্টমস বিভাগের নজরদারিতে ছিল। তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে সদর উপজেলার মাধবদী গরুর হাট-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সুতাভর্তি ৯টি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে ওইসব কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করা হয়। কাস্টমস আইনের আওতায় জব্দ করা এসব সুতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিতে চাইলে প্রতি কেজিতে ৫ টাকা হারে শুল্ক এবং সমপরিমাণ জরিমানা সরকারি কোষাগারে জমা দিতে হবে। জব্দ করা সুতাগুলো বর্তমানে কাস্টমস বিভাগের হেফাজতে একটি নিরাপদ গুদামে রাখা হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগীয় কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেনি। পরে তার কর্মস্থলে গিয়েও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান