আরেক দফা কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সব শ্রেণির স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। এই হার বুধবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: এমডি নিয়োগে কঠোর শর্ত: অভিজ্ঞতার মানদণ্ড কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
নতুন দামের তালিকা অনুযায়ী—
* ২২ ক্যারেট স্বর্ণ: ভরি ২,০৬,৯০৮ টাকা
আরও পড়ুন: সাহাবুদ্দিনকে আর্থিক সুবিধা দিতে ডাচ-বাংলার নিত্যনতুন কত কৌশল
* ২১ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৯৭,৪৯৫ টাকা
* ১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৬৯,২৯১ টাকা
* সনাতনি পদ্ধতির স্বর্ণ: ভরি ১,৪০,৭৬১ টাকা
বাজুস আরও জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকতে হবে। গহনার ধরন ও ডিজাইনের ভিত্তিতে মজুরিতে ভিন্নতা হতে পারে।
এর আগে ১৫ নভেম্বর দাম সমন্বয় করে বাজুস প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা নির্ধারণ করেছিল; যা কার্যকর হয়েছিল ১৬ নভেম্বর।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি।
বর্তমান দাম অনুযায়ী—
* ২২ ক্যারেট রুপা: ভরি ৪,২৪৬ টাকা
* ২১ ক্যারেট রুপা: ভরি ৪,০৪৭ টাকা
* ১৮ ক্যারেট রুপা: ভরি ৩,৪৭৬ টাকা
* সনাতনি রুপা: ভরি ২,৬০১ টাকা





