মারা গেছেন আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ

ছবিঃ সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং ও ইনফরমেশন সাইন্স বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা।
এর আগে গত ৪ আগস্ট সাজিদ রাজধানীর মিরপুরে আন্দোলনরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: ডাকসুর উদ্যোগে ঢাবিতে শুরু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি
জানা যায়, ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী। তিনি রাজধানী ঢাকার মিরপুরের বাসিন্দা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল।