সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদ করতে নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়ার উদ্যোগও বিবেচনায় রয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
আরও পড়ুন: মার্কিনসহ অন্যান্য দূতাবাসের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে সরকার বডি ক্যামেরা, সিসিটিভি এবং ড্রোন ব্যবহারের বিষয়ে চিন্তাভাবনা করছে। এ বিষয়ে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।”
প্রেস সচিব আরও জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: শ্রম আইন সংশোধন ও আরপিও ২০২৫ পাস, উপদেষ্টা পরিষদের অনুমোদন সম্পন্ন
অন্য এক প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, যেন কনস্যুলেটের সব সেবা অনলাইনভিত্তিক হয় এবং উদ্বোধনের সঙ্গেই তা চালু করা যায়।