কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘাড়কাটা আরিফ গ্রেফতার

Sadek Ali
আশিকুর রহমান,নরসিংদী
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর কুখ্যাত মাদক ব্যবয়াসী ও একাধিক মামলার আসামী আরিফ (৩৮) ওরফে ঘাড়কাটা আরিফকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় তাকে পৌর শহরের সাটিরপাড়া শিববাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

আরও পড়ুন: কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

সে উত্তর নাগরিয়াকান্দি এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাত ৯ টার দিকে পৌর শহরের সাটিরপাড়ার শিববাগ এলাকায় উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে কুখ্যাত মাদক কারবারি আরিফ ওরফে ঘাড়কাটা আরিফকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও অস্ত্রসহ প্রায় ১০ টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাসীসহ সকল অপকর্মে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি