ঢাবির শহিদুল্লাহ হলে মাদকসহ চারজন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহিদুল্লাহ হল থেকে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের একটি কক্ষে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের পাওয়া যায়। আটককৃতদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বাকি দুজন বহিরাগত।
ঘটনা সম্পর্কে হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ওই কক্ষে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জেরায় তারা মাদকদ্রব্য সেবনের বিষয়টি স্বীকার করে। চারজনের মধ্যে দুজন শিক্ষার্থী এবং দুজন বহিরাগত ছিলেন বলে তিনি জানান। পরে বহিরাগতদের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাকসুতে পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জনপ্রিয়তার শীর্ষে জাবেদ
অন্যদিকে, কার্জন হল এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, অভিযুক্তদের প্রক্টর অফিসে আনা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তারা অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে না জড়ানোর প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।