ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, পরীক্ষার্থীদের ভোগান্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়েও একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগীয় শহরগুলোর কেন্দ্রগুলো হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।
তবে ঢাকায় একসাথে একাধিক রাজনৈতিক কর্মসূচি চলমান থাকায় ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা। তীব্র যানজটে পরীক্ষার হলে সময় মতো পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার পরেও অনেক শিক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেখা যায়। শিক্ষার্থীদের এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এই ভোগান্তির কারণে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা।
আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন, হবে ৯ জানুয়ারি





