শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ২৫ দিনের মধ্যে বিচার দাবি "মঞ্চ ২৪"-এর

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহিদ শরিফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ২৫ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্নের দাবি জানিয়েছে মঞ্চ ২৪। একই সঙ্গে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার, বিদেশি এজেন্ট চিহ্নিতকরণ এবং কিছু গণমাধ্যমের ভূমিকা তদন্তের দাবিও জানিয়েছে সংগঠনটি। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গড়ে ওঠা নতুন রাষ্ট্রে এখনো বিচারহীনতার সংস্কৃতি চলমান রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান বিন হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

ফাহিম ফারুকীর দাবি, অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করতে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে জনগণের মধ্যে গভীর অনাস্থা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের আগে যদি গোয়েন্দা সংস্থার ভেতরে ঢুকে পড়া বিদেশি এজেন্টদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা না যায়, তাহলে দেশে কোনো অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না।

আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন, হবে ৯ জানুয়ারি

এছাড়া কিছু গণমাধ্যম আওয়ামী লীগ ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছে বলে অভিযোগ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে মঞ্চ ২৪-এর পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১) শহিদ শরিফ ওসমান হাদীর মূল খুনি ও সহযোগীদের গ্রেপ্তার করে ২৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন।

২) নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার ও বিদেশি এজেন্ট শনাক্তকরণ।

৩) গণমাধ্যমে দেশবিরোধী ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

৪) বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের।

উল্লেখ্য, হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের সাথে সমন্বয় করে কাজ করছে "মঞ্চ ২৪"।