ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যেই অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির

বিজ্ঞপ্তি অনুসারে, অধ্যাদেশ চূড়ান্ত করার পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মতামত গ্রহণ, ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে জনমত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণসহ গুরুত্বপূর্ণ ধাপগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে।

খসড়া প্রস্তুতের ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশা প্রতিফলিত করার পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সক্ষম এমন কাঠামো নির্ধারণ করাই ছিল প্রধান লক্ষ্য বলে জানায় মন্ত্রণালয়। প্রেস রিলিজের মাধ্যমেই অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে সর্বসাধারণকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত

প্রসঙ্গত, গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান প্রথম জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের পরিকল্পনা রয়েছে। তবে অধ্যাদেশ জারি না হওয়ায় সম্প্রতি শিক্ষার্থীরা রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ব্যাহত করতে পারে। তাই জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন যেকোনো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিশ্বাস, সকল পক্ষের সহযোগিতায় খুব দ্রুত বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।