কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন পরীমণি

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৩ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৪ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই বছর আগে সাভারের বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের মামলায় সাক্ষ্য দিতে আজ আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি। এসময় ঘটনার ঘটনা বর্ণনা করতে পারছিলেন না পরীমণি। কিছু বিবরণ দিয়ে একপর্যায়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন তিনি। এ কারণে আগামী ধার্য তারিখ থেকে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

সোমবার (২৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে দুপুরে পৌনে একটার দিকে সাক্ষ্য দেওয়া শুরু করেন। এ সময় আদালতে আইনজীবী, সাংবাদিক, পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন। সেদিন রাতে বোট ক্লাবে কি ঘটেছিল তার বিস্তারিত তুলে ধরতে ইত:স্ততা বোধ করছিলেন পরীমণি।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

এ সময় বিচারক পরীমণির কাছে জানতে চান, ‘আপনি কি সাক্ষ্য দেয়ার জন্য ফিট আছেন?’ পরীমণি বলেন, ‘আজকে ফিট না। প্রিপেয়ার হয়ে আসিনি। আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না।’ এরপর আদালত আগামী ১৩ সেপ্টেম্বর তার অবশিষ্ট সাক্ষ্যের তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদ উদ্দিন ঢালী বলেন, ‘আজকেই মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে পরিচালনার আবেদন করব। আশা করছি, আগামী ধার্য তারিখ থেকে মামলাটির বিচার ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হবে।’

গত বছরের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে শুরুর আদেশ দেন। এরপর গত ২৯ নভেম্বর পরীমণি এ মামলায় সাক্ষ্য দেন।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’