'ফেসবুক হারানোর শোক প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে'

Abid Rayhan Jaki
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৪ | আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (৫ মার্চ) রাতে হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় তীব্র বিপাকে পড়েছিলেন কোটি কোটি ব্যবহারকারী। প্রথমে বেশিরভাগ ব্যবহারকারীই ভেবেছিলেন— ফেসবুক হ্যাকড হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও ছিলেন এর মধ্যে একজন।

অন্য সবার মতো জনপ্রিয় অভিনেতা চঞ্চলের অবস্থাও একই। পরে অবশ্য জানতে পারেন, সবার একই সমস্যা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করতেও দেরি করেননি চঞ্চল। এদিন রাতেই তার ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

পাঠকদের সুবিধার জন্য চঞ্চলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরে হলো—

‘প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না, ভেবেছিলাম হ্যাক হয়েছে। অনেক খারাপ লাগছিল। যখন জানতে পারলাম সবারই একই অবস্থা, তখন বেশ ভালো লেগেছিল। মনে মনে ভাবছিলাম, যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে

এরপর যখন ফেসবুক ফিরে পেলাম, তখন মনে হলো, এই এক ঘণ্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক।

কোন নেশায় আক্রান্ত পুরো দেশ, পুরো বিশ্ব। আমিও এর বাইরে নই। এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? সবাই একটু ভাবুন। এখনও আমরা সবাই পরীক্ষা করে দেখছি, অ্যাকাউন্টটা ঠিক আছে তো? ধন্য তুমি জাকারবার্গ। ভদ্রলোক হয়তো সৎ উদ্দেশেই জিনিসটা তৈরি করেছিলেন। কিন্তু কথা একটাই, ফেনসিডিল ছিল কাশির সিরাপ, পরে সেটা হয়ে গেল নেশার দ্রব্য।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাত নয়টার পর থেকে হঠাৎই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। আর এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। যদিও এর কিছু সময় পরেই ঠিক হয়ে যায় সব।