ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৫ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়, তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে মহাখালীর ইউনির্ভাসেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে(আয়শা মোমোরিয়াল হসপিটাল) চিকিতসাধীন শিল্পী ফরিদা পারভীনকে দেখার পর উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন,  লালন সঙ্গীতে ফরিদা পারভীন অদ্বিতীয় এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে লালন সঙ্গীতের প্রিয় শিল্পী তিনি। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত জগতে যে তার একচ্ছত্র প্রভাব সেটা তিনি অক্ষুন্ন রেখেছেন। তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিকাল কন্ডিশনে। তার কিডনির সমস্যা আছে, মূলত প্রধানত রেনাল প্রোভলেম এবং অন্যান্য সমস্যা আছে। উনার অবস্থা বেশ ক্রিটিকাল। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার সাহেবরা তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।

আরও পড়ুন: যে কারণে সোনার গয়না বিক্রি করে পরিবার চালিয়েছিলেন অপু

মির্জা ফখরুল বলেন, আমার আহ্বান সরকারের কাছে যে, এরকম একজন গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড গঠন করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাব যে, বোর্ড গঠন করে তার সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে তার ব্যবস্থা করতে হবে …এটা জাতি চায়। এই কাজটা আমি অনুরোধ করব, আহ্বান জানাব যে, প্রধান উপদেষ্টাকে যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার সর্বোচ্চ চিকিৎসা করা সম্ভব হয়।

গত ৫ জুলাই শনিবার সকালে ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয়। ৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।

আরও পড়ুন: বোল্ড লুকে ঝড় তুললেন জয়া আহসান

বিএনপি মহাসচিব শিল্পীর শয্যার পাশে কিছুক্ষন দাঁড়িয়ে চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং করণীয় জানতে চান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব স্যার এই বরণ্যে শিল্পীর সর্বোচ্চ চিকিতসার জন্য সরকারের দুই উপদেষ্টা সাথে হাসপাতাল থেকে টেলিফোনে কথা বলেছেন। তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে টেলিফোনে কথা বলেন এবং শিল্পীর চিকিৎসার জন্য তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বিএনপি মহাসচিব শিল্পী পরিবারের সাথে কথা বলেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহযোগিতা তাদেরকে প্রদান করেন।

এই সময়ে বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, সহ সংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।