প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড দাপিয়ে বেড়ালেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত ছিলেন কিং খান। অবশেষে সেই খরা কাটল। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ সিনেমার দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই পুরস্কার তিনি ভাগ করে নিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে, যিনি ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য এই সম্মান অর্জন করেছেন। শুক্রবার (১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ। এরপর ‘ডর’, ‘বাজিগর’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘চাক দে ইন্ডিয়া’র মতো অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করলেও এতদিন পর্যন্ত জাতীয় পুরস্কার অধরাই ছিল তার জন্য। ‘জওয়ান’ ছবির দ্বৈত চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে অবশেষে তিনি পেলেন সেই স্বীকৃতি।
আরও পড়ুন: দেব-রুক্মিণীর সম্পর্কে ভাঙনের গুঞ্জন, কী বললেন অভিনেত্রী?
২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের তিনটি ছবিই—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। এর মধ্যে ‘জওয়ান’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা সেরা অভিনেত্রী: রানী মুখার্জি – মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, সেরা সিনেমা: টুয়েলভথ ফেল, সেরা পরিচালক: সুদীপ্ত সেন – দ্য কেরালা স্টোরি, সেরা হিন্দি ফিচার ফিল্ম: কাঁঠাল
আরও পড়ুন: বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানির মারা গেছেন