অভিনেত্রীর কারণে সুপার ফ্লপ হলিউড সিনেমা!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২০ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিজনির বহুল আলোচিত ছবি ‘স্নো হোয়াইট’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ছবিটি প্রায় ১১৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। অনেকেই এর জন্য ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদতকে দায়ী করলেও, তিনি বলছেন কেবল ইসরায়েল সমর্থনের কারণেই ছবিটি ব্যর্থ হয়নি।

হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদতের অভিনীত ‘স্নো হোয়াইট’ সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি। বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে ডিজনির এই প্রজেক্ট। অনেকে দাবি করেছেন, ইসরায়েলি অভিনেত্রী হওয়ায় এবং ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতি তার সমর্থনের কারণে বিশ্বব্যাপী সিনেমাটি বয়কটের শিকার হয়েছে।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

তবে এ বিষয়ে অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন। সম্প্রতি ইসরায়েলি টকশো ‘দ্য এ টকস’-এ তিনি বলেন, ৭ অক্টোবরের ঘটনার পর সেলিব্রিটিদের ওপর ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার চাপ বেড়ে যায়। সেই সময়ে তার প্রতি ব্যক্তিগত প্রতিক্রিয়াও তীব্র হয়ে ওঠে। ‘মানুষ আমাকে আগে ইসরায়েলি হিসেবে দেখেছে, অভিনেত্রী হিসেবে নয়,’ বলেন গ্যাদত।

এরপর রোববার এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেন, ‘ছবিটি কেবল বাইরের চাপের কারণে ফ্লপ হয়নি। একটি সিনেমা ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ থাকে। সফলতা কখনো নিশ্চিত নয়, কখনো আসে, কখনো আসে না।’

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে

সহ-অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, শুটিংয়ের সময় দারুণ অভিজ্ঞতা হলেও, ছবিটি প্রত্যাশামতো সাড়া না পেয়ে হতাশ হয়েছেন।