নতুন রূপে ফিরছেন অপু বিশ্বাস: দেখা যাবে এক ভিন্ন অপুকে
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আসছেন নতুন রূপে, নতুন ঝলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন—দর্শকরা এবার দেখতে পাবেন এক “ভিন্ন অপু বিশ্বাস”-কে। তার বিশ্বাস, বিগত দিনের কাজের তুলনায় এই পরিবর্তন ভক্তদের আরও মুগ্ধ করবে।
অপু বিশ্বাস বলেন, এবার এক ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা। আমি শিওর যে একটা পরিবর্তন তারা দেখতে পাবেন। বিগত দিনে অনেক সিনেমায় একজন আর্টিস্ট সব সময় ভালোটা উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু এবার সত্যিই নতুনভাবে আমাকে দেখতে পাবেন দর্শক।
আরও পড়ুন: স্টেজ পারফরম্যান্সে নেহার অশালীন অঙ্গভঙ্গি, বিতর্কে গায়িকা
এই পরিবর্তনের রহস্য জানাতে গিয়ে অপু জানান, তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত জিমে সময় দিচ্ছেন এবং ভক্তরাও ইতোমধ্যে সেই পরিবর্তন লক্ষ্য করছেন। তিনি আরও বলেন, “কতটা নতুনভাবে আসব, সেটা সিনেমা হলে গেলেই দর্শক বুঝবেন। ‘দুর্বার’ সিনেমাতে সত্যিই একদম নতুন অপু বিশ্বাসকে দেখতে পাবে সবাই।
নিজের বর্তমান টিম সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, আমি শুরু থেকেই বলব, আমি একজন লাকি আর্টিস্ট। এবার যে টিমটা পেয়েছি, লাইক টিম না, একটা পরিবার পেয়েছি। তারা আমাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করছে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী
উল্লেখ্য, অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এর আগে তিনি আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত কাজ করে আলোচনায় আসেন।





