পাকিস্তানে সতর্কতা জারি, ভ্রমন এড়ানোর পরামর্শ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন উঁচু ও পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া এবং ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিক ও পর্যটকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।

রোববার (২৬–২৭ জানুয়ারি) জারি করা এক সতর্কবার্তায় পিএমডি জানায়, টানা তুষারপাতের ফলে নারণ, কাগান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা, অ্যাবোটাবাদ, শাংলা, আস্তোর, হুনজা, স্কার্দু, মুর্রি, গালিয়াত, নীলাম উপত্যকা, বাঘ, পুঞ্চ, হাভেলি, কোয়েটা, জিয়ারাত, চামান, পিশিন, কিলা আবদুল্লাহ, কিলা সাইফুল্লাহ, নুশকি, হারনাই ও ঝোব অঞ্চলে সড়ক বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় খামেনি সরানো হয়েছে ভূগর্ভস্থ আশ্রয়ে

এ ছাড়া আপার খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরের পাহাড়ি এলাকায় ভূমিধস ও তুষারধসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী দুই দিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পিকনিক ও ক্যাম্পিং নিষিদ্ধ

আরও পড়ুন: বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

চলমান শৈত্যপ্রবাহ ও ভারী বৃষ্টি-তুষারপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে বেলুচিস্তান সরকার জিয়ারাত ও কাচ্ছি জেলায় পর্যটন স্পটে পিকনিক ও ক্যাম্পিং নিষিদ্ধ করেছে। সোমবার (আজ) থেকে সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জেলার প্রশাসনের পক্ষ থেকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসকদের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) নির্দেশনায় শীতকালীন ঝুঁকি—চরম ঠান্ডা, তুষারপাত, ভূমিধস ও সড়ক অবরোধ—বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় জিয়ারাত ও কাচ্ছি জেলার সব পিকনিক স্পট, পর্যটন এলাকা, নদীতীর, পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ, ক্যাম্পিং, পিকনিক, সাঁতার ও অপ্রয়োজনীয় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

দুর্ভোগে গিলগিট-বালতিস্তানের বাসিন্দারা

ভারী তুষারপাতের কারণে গিলগিট-বালতিস্তানের বিভিন্ন এলাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হুনজার গোজাল এলাকার চিপুরসন উপত্যকার বাসিন্দারা সড়ক অবরোধ, দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট এবং মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে রয়েছেন।

পুলিশ জানায়, তুষারপাত ও ভূমিধসের ফলে আস্তোর, স্কার্দু, ঘাঞ্চে, শিগার, ঘিজার, হুনজা ও নাগার অঞ্চলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে যোগাযোগ ও গণপূর্ত বিভাগ জানিয়েছে, আস্তোর ভ্যালি রোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কারাকোরাম হাইওয়েতেও যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার রাতে তুষারপাতজনিত ঝুঁকির কারণে খাইবার পাখতুনখোয়া পুলিশ রাওয়ালপিন্ডি থেকে গিলগিট-বালতিস্তানগামী যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে অ্যাবোটাবাদের কাছে কয়েক ঘণ্টা ধরে হাজারো যাত্রী আটকে পড়েন।

এদিকে চিপুরসন উপত্যকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ এখনো তাঁবুতে বসবাস করছেন। অঞ্চলজুড়ে দিনে ২০ ঘণ্টার বেশি বিদ্যুৎ বিভ্রাট চলায় জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে।