চলছে তুরস্কের নির্বাচনের ভোটগ্রহণ

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ১৪ মে ২০২৩ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেছে।

স্থানীয় সময় রোববার (১৪ মে) সকাল ৮টায় দেশজুড়ে একসঙ্গে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কঠিন হুঁশিয়ারি দিলেন মোদি

এবারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ান ছাড়াও আরো দু’জন প্রেসিডেন্ট প্রার্থী হলেন- কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান।

নির্বাচনে ভোট দেবেন প্রায় সাড়ে ৬ কোটি তুরস্কের নাগরিক। বেছে নেবেন তুর্কিরা একজন প্রেসিডেন্ট।  

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

নির্বাচনে অংশ নিয়েছে মোট ২৪টি রাজনৈতিক দল। পার্লামেন্টের ৬০০ আসনের বিপরীতে লড়াই করছেন ১৫১ স্বাধীন প্রার্থী। খবর বিবিসি।

তুরস্কের প্রবল ক্ষমতাধর প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য এই নির্বাচন হতে যাচ্ছে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় লড়াই। কারণ এবার তাকে মোকাবিলা করতে একজোট হয়েছে বিরোধী সবগুলো দল।

আল জাজিরা জানাচ্ছে, এবারের যুগান্তকারী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে। এটি দুই দশক ক্ষমতায় থাকা এরদোয়ানের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ।