অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া স্থগিত ঘোষণা

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে একটি হেলিকপ্টার পানিতে বিধ্বস্ত হয়ে দেশটির সামরিক বাহিনীর চার বিমান ক্রু নিখোঁজ রয়েছে। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া আয়োজিত বড় ধরনের সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস শনিবার এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
‘এমআরএইচ-৯০ টাইপান’ নামের এ হেলিকপ্টার শুক্রবার রাতে কুইন্সল্যান্ডের হ্যামিলটন দ্বীপের সাব-ট্রপিক্যাল জলসীমায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ৩০ হাজার সৈন্যের অংশগ্রহণে একটি শক্তিশালী তালিসম্যান সাব্রি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
প্রায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর মার্লেস বলেন, এ ঘটনায় নিখোঁজ চার বিমান ক্রু’কে এখনো খুঁজে পাওয়া যায়নি।’ অনুসন্ধান অভিযান শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ‘চার বিমান ক্রুর পরিবারকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।’
আরও পড়ুন: ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের অভিযানে অংশ নেওয়া পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
তিনি বলেন,‘আমরা একেবারে আন্তরিকভাবে আজকের মধ্যেই ভাল খবর আশা করছি।’
এদিকে ঘটনার পর প্রতিরক্ষা কর্মকর্তারা তালিসম্যান সাব্রির সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। মহড়ায় জাপান, ফ্রান্স, জার্মনি এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যরাও রয়েছে। মহড়াটি দ্বিতীয় সপ্তাহে গড়াল। খবর: বাসস