নাইজারে ব্যাপক লড়াই, ছয় সৈন্যসহ নিহত ১৬

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩ | আপডেট: ৬:৪৯ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলে তুমুল লড়াইয়ে ৬ সৈন্যসহ নিহত হয়েছে ১৬ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

এক বিবৃতিতে নাইজারের ন্যাশনাল গার্ড হাই কমান্ড জানিয়েছে, রবিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরের কাছে সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে এসে সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সেনারা পাল্টা জবাব দিলে দু'পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায়। এ ঘটনায় ৬ সৈন্য ও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।

সানামের অবস্থান এমন একটি এলাকায় যেখানে নাইজার সীমান্তের সঙ্গে মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত মিলেছে। আর এ অঞ্চলে জঙ্গি হামলা খুব সাধারণ ঘটনা।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

এর আগে একই এলাকায় গত ৯ আগস্ট জঙ্গি হামলায় পাঁচ সৈন্য নিহত হয়। 

উল্লেখ্য, গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজাউমকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসন ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।