ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল রাজপথ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে কয়েক হাজার মানুষ রাজপথে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেনা ও ফেডারেল বাহিনী প্রত্যাহারের আহ্বান জানান।

রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ‘উই আর অল ডিসি’ শীর্ষক এই বিক্ষোভে অভিবাসী, ফিলিস্তিনপন্থী সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা পোস্টার ও স্লোগানে বার্তা দেন— ট্রাম্পকে বিদায় করো, ডিসিকে মুক্ত করো, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো।

আরও পড়ুন: পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

একজন বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন, আমরা কর্তৃত্ববাদী দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে সরাতেই হবে।

অন্যদিকে ট্রাম্প দাবি করেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তিনি বাহিনী মোতায়েন করেছেন। তবে সমালোচকদের মতে, এটি ফেডারেল ক্ষমতার অপব্যবহার।

আরও পড়ুন: গাজায় একদিনে আরও ৬৮ নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার

বর্তমানে ওয়াশিংটনে রিপাবলিকান নেতৃত্বাধীন ছয় অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি সেনা টহল দিচ্ছে। তাদের দায়িত্ব ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।