প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির মিছিল ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে গাজীপুরের শ্রীপুরে।
শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডাক্তার মো: শফিকুল ইসলাম।
আরও পড়ুন: তাড়াইলে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য জহিরুল ইসলাম কাজল, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল হাসান কাজল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।