সৌদি আরবে এক সপ্তাহে ২১হাজার ৩৩৯ জন অবৈধ প্রবাসী আটক

গত এক সপ্তাহে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ ২১হাজার ৩৩৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে এই আটক কার্যক্রম পরিচালিত হয়।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
আটককৃতদের মধ্যে ১২হাজর ৯৫৫ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৪হাজর১৯৮ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী, ৪হাজার ১৮৬ জন শ্রম আইন লঙ্ঘনকারী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১হাজার ৬৮৭ জনকে ইতিমধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২৫হাজার ১৩৩ জনকে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য এবং ২হাজার ৩৪৯ জনকে ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে মোট ৩২হাজার ২৮০ জন প্রবাসী (২৯হাজার ১৫৫ জন পুরুষ এবং ৩হাজার ১২৫ জন নারী) আইনি প্রক্রিয়াধীন রয়েছেন।
আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস
গত এক সপ্তাহে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৩% ইয়েমেনি, ৫৬% ইথিওপীয় এবং ১% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া, অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় ২৫ জনকে আটক করা হয়েছে।
অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সাথে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে, অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িঘর বাজেয়াপ্ত করা হবে।
মন্ত্রণালয় জনগণের কাছে আহ্বান জানিয়েছে, যেকোনো ধরনের আইন লঙ্ঘনের ঘটনা দেখলে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে জানাতে।