নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা
ফিলিস্তিনের গাজায় ‘জাতি হত্যা’ ও ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ইস্তাম্বুলে পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা ভেস্তে গেল
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের পর মোট ৩৭ জন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
যদিও পুরো তালিকা প্রকাশ করা হয়নি, তবে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
তুরস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আল জাজিরা





