আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৩ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজব।

শনিবার (২০ ডিসেম্বর) দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের ধর্মীয় ক্যালেন্ডারে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের প্রস্তুতির আনুষ্ঠানিক ক্ষণগণনা।

আরও পড়ুন: মধ্য গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ

ইসলামে রজব চারটি সম্মানিত ও পবিত্র মাসের অন্যতম। এই মাস থেকেই মূলত রমজানের জন্য আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি ও মানসিক প্রস্তুতি শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রজবের পর আসে শা’বান মাস, এরপরই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

ধর্মীয় হিসাব অনুযায়ী, রজব ও শা’বান—এই দুই মাস যদি ২৯ বা ৩০ দিন করে পূর্ণ হয়, তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

হাদিসে বর্ণিত আছে, রজব মাস শুরু হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর কাছে দোয়া করতেন—“হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শা’বানকে বরকতময় করে দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।”

যেহেতু ইসলামি মাসসমূহ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই রমজানের সঠিক তারিখ চাঁদ দেখার মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

এদিকে, শনিবার দিনের বেলায় আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে রজব মাসের চাঁদের স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হন বিজ্ঞানীরা, যা পরে প্রকাশ করা হয়।