মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন জাহাজে নিউইয়র্কে নেওয়া হচ্ছে: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২২ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ

ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রীকে হেলিকপ্টারে করে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমা–তে নেওয়া হয়েছে এবং জাহাজটি বর্তমানে নিউইয়র্কের পথে রয়েছে।

তিনি বলেন, ‘হেলিকপ্টারে করে তাদের জাহাজে আনা হয়েছে। এটি ছিল একটি সুন্দর ফ্লাইট—আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে এটাও মনে রাখতে হবে, তারা বহু মানুষ হত্যা করেছেন।’

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

মাদুরোকে আত্মসমর্পণের বিষয়ে কী ধরনের বিকল্প দেওয়া হয়েছিল—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,

‘মূলত আমি বলেছিলাম, আপনাকে হার মানতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’

ট্রাম্প আরও জানান, এক সপ্তাহ আগে তিনি ব্যক্তিগতভাবে মাদুরোর সঙ্গে কথা বলেন। সে সময় তিনি বিষয়টিকে একটি ‘গুরুত্বপূর্ণ সংকেত’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছিলাম—আপনাকে হার মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে।’

এদিকে, মাদুরো ও তার স্ত্রীকে আটক এবং যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।