মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০০ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি নতুন ছবি শেয়ার করেছেন। ছবিটি প্রকাশ করে তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইয়ো জিমার বোর্ডে রয়েছেন।

এর আগে ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারেও ট্রাম্প একই জাহাজের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই জাহাজেই করে মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ

শেয়ার করা ছবিতে ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা এক ব্যক্তিকে দেখা যায়, যাকে নিকোলাস মাদুরো বলে দাবি করা হচ্ছে। ওই ব্যক্তির চোখে আই-মাস্ক এবং কানে হেডফোন পরা অবস্থায় দেখা গেছে। তবে ছবিটির সত্যতা ও সময়কাল সম্পর্কে এখনো কোনো নিরপেক্ষ সূত্র থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এর আগে শনিবার স্থানীয় সময় সকালে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ‘হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। তারা একটি সুন্দর ফ্লাইটে গেছেন—আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে এটাও মনে রাখতে হবে, তারা অনেক মানুষ হত্যা করেছেন।’

এদিকে, ট্রাম্পের এসব দাবি ও প্রকাশিত ছবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ভেনেজুয়েলা সরকার বা আন্তর্জাতিক কোনো সংস্থা এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।