জিম ছাড়াই পেটের মেদ কমানোর ৬টি সহজ উপায়

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:১৩ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওজন কমানো এখন শুধু জিমে ঘাম ঝরানোর ব্যাপার নয়। শৃঙ্খলা, ডেডিকেশন এবং সঠিক জীবনধারার মাধ্যমে ঘরে বসেও মেদ কমানো সম্ভব। ফিটনেস বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেক সময় মেদ কমে না যাওয়ার পেছনে কিছু সাধারণ কারণ থাকে। জেনে নিন তাদের ৬টি গুরুত্বপূর্ণ পরামর্শ:

অ্যাক্টিভ না থাকা: দীর্ঘ সময় বসে থাকা মেদ জমার প্রধান কারণ। প্রতিদিন অন্তত ১০,০০০ স্টেপ হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

আরও পড়ুন: ঢাকার অজানা ঐতিহ্য: মীর জুমলা গেটের ইতিহাস ও বর্তমান

মানসিক চাপ: স্ট্রেস শরীরের কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি করে এবং অস্বাস্থ্যকর খাবারের আকাঙ্ক্ষা বাড়ায়। মেডিটেশন ও ব্রিদিং এক্সারসাইজ করে মানসিক চাপ কমান।

পেটের স্বাস্থ্য: পেট ঠিক না থাকলে খাবারের পুষ্টি সঠিকভাবে শোষিত হয় না। ফাইবার সমৃদ্ধ খাবার এবং প্রতিদিন দই খাওয়ার মাধ্যমে হজম ক্ষমতা বৃদ্ধি করুন।

আরও পড়ুন: জেনে নিন কি কারণে বিয়ের পর ওজন বেড়ে যায় ?

সময়মতো খাবার খাওয়া: খাবারের সঠিক সময় না মানলে মেটাবলিজম ধীর হয়। নিয়মিত এবং পরিমিত খাবার খাওয়ার অভ্যাস করুন।

হরমোনের ভারসাম্য: হরমোনের ভারসাম্য না থাকলে মেটাবলিজম ধীর হয় এবং মেদ জমে। প্রয়োজন হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে লাইফস্টাইল ঠিক করুন।

পর্যাপ্ত জল পান করা: কম জল পান করলে মেটাবলিজম ধীর হয়ে যায়। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

এই সহজ কিন্তু কার্যকরী পরামর্শগুলো মেনে চললে জিমে না গিয়েও ঘরে বসে মেদ কমানো সম্ভব।