সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ, সম্পাদক রহিম, কোষাধ্যক্ষ হেদায়েত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ৩০ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মো. শহীদুল ইসলাম (ডেসটিনি) সভাপতি, আবদুর রহিম (যুগান্তর)  সাধারণ সম্পাদক ও হেদায়েত উল্যাহ ভুঞা (আজকের বসুন্ধরা) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী হওয়ায় তাদের নির্বাচিত ঘোষণা দেন, নির্বাচন উপকমিটির আহবায়ক ।

আরও পড়ুন: ১১টি জাতীয় দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল

অন্যান্য পদে নির্বাচিত হলেন যারা, সিঃ সহ সভাপতি ইলিয়াছ সুমন (দৈনিক বঙ্গ সংবাদ/ দৈনিক বাংলাবাজার পত্রিকা/দৈনিক স্বদেশ বিচিত্রা) ও নুরুল আলম মহব্বত (নতুন আলো প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ( ফেনীর সময়) ও মোহাম্মদ ইলিয়াছ মোল্লা (ভোরের ডাক) এবং দপ্তর ও প্রচার সম্পাদক আবদুর রহিম রুবেল (ফেনীর স্বাস্থ্যকথা)।

নির্বাহী সদস্য হলেন, সৈয়দ মনির আহমদ (ভোরের কাগজ), ওবায়দুল হক (দৈনিক ঢাকা/জনপ্রিয়), মেহরাব হোসেন মেহেদী (ডেইলি ইন্ডাষ্ট্রি), নান্টু লাল দাস (নতুন আলো প্রতিদিন), গাজী মোহাম্মদ হানিফ (স্বদেশ প্রতিদিন), জহিরুল হক খাঁন সজীব (দৈনিক নবচেতনা), আফতাব হোসেন মমিন (বঙ্গসংবাদ), এম. নাছির উদ্দিন (দৈনিক খবরপত্র), মো. শহীদুল ইসলাম (স্বদেশ প্রতিদিন) ও কামাল উদ্দিন (দৈনিক অজেয় বাংলা)।

আরও পড়ুন: লক্ষ্মীপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দায়িত্ব পালনে সোনাগাজীতে কর্মরত সকল গণমাধ্যমকর্মী ও সোনাগাজীবাসির সহযোগিতা কামনা করেছেন সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।