ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাবাজার পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় ও নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত দৈনিক বাংলাবাজার পত্রিকার সকল প্রতিনিধিদের নিয়ে ১৯ সেপ্টেম্বর প্রাণবন্ত পরিবেশে এক দিক-নির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পত্রিকাটির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য্যের উদ্যোগে শহরের পুরাতন জেলা খানা রোডে বাংলাবাজার পত্রিকা অফিসে অনুষ্ঠিত মতবিনিময় ও নির্দেশনামূলক সভায় নাসিরনগর উপজেলা প্রতিনিধি চন্দন কুমার দেব, নবীনগর প্রতিনিধি ফরিদ আহমেদ, সরাইল প্রতিনিধি শেখ মো. ইব্রাহীম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১১টি জাতীয় দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল

সভার শুরুতে জেলা প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য্য পত্রিকাটির অতীত ঐতিহ্য, মধ্যবর্তী বাস্তবতা ও বর্তমান দৃষ্টিভঙ্গি তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করে তৃণমূলের তথ্য নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশনের গুরুত্ব আরোপ করেন।

সভায় সকল প্রতিনিধিগণ নিজ নিজ অবস্থান থেকে সবার আগে সর্বশেষ ও নির্ভুল সংবাদ পরিবেশনসহ অন্যান্য সকল দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত