পলাতক ২ জঙ্গি সদস্যকে ধরতে কাজ করছে র‌্যাবের সকল ইউনিট

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২২ | আপডেট: ৪:০০ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২২
(no caption)
(no caption)

আদালত প্রাঙ্গনে পুলিশের চোখে স্প্রে মেরে ২ জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের ধরতে র‌্যাবের গোয়েন্দা ইউনিটসহ সকল ইউনিট অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

পলাতক ২ জঙ্গি সদস্য প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। এই দু’জনসহ তাদের সহযোগি জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে এলিট ফোর্স র‌্যাবের সব ইউনিট কাজ করছে। 

আরও পড়ুন: এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ সোমবার জানান, রোববার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’জন শীর্ষ আসামউকে ছিনিয়ে নিয়ে গেছে জঙ্গিরা। র‌্যাব আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রোববার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় ১২ জন জঙ্গি সদস্যকে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে হাজিরা শেষে হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে মেরে দু’আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে জঙ্গিরা। পালিয়ে যাওয়া জঙ্গিরা আনসার আল ইসলামের সদস্য। 

আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় উদযাপন কমিটি গঠন

পলাতক দু’জঙ্গি সদস্য হচ্ছে সুনামগঞ্জের ছাতক থানার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি থানার ভেটোশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তাদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পলাতক দু’জঙ্গিকে ধরিয়ে দিতে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)।

অপরদিকে, সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূত্র: বাসস