মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ১১ মে ২০২৩ | আপডেট: ১০:৩৫ পূর্বাহ্ন, ১১ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামীকাল শুক্রবার (১২ মে) থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে দুদিনের ৬ষ্ঠ আন্তর্জাতিক ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স)। আর এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

বৃহস্পতিবার (১১ মে) সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও ঢাকায় অবস্থানকালে ফয়সাল নাসিম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছিলেন।

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী