যুগ্ম সচিব পর্যায়ের ১১৪ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১২ মে ২০২৩ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ১২ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুগ্ম সচিব পর্যায়ের ১১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুক্রবার (১২ মে) এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

এরমধ্যে প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে ১১৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নিয়োগ করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র Email: sa@mopa.gov.bd এ প্রেরণ করবেন।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত যুগ্মসচিব পর্যায়ের আরেকজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন