অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশিদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৮ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টা মো. খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বেশ কিছু সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, কাগজপত্র সম্পূর্ণ না করলে বা বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন পদক্ষেপ বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকদের সংখ্যা কমানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।