এমএসএফ প্রতিবেদন: আগস্টে গণপিটুনিতে নিহত ২৩, সাংবাদিক নির্যাতনে শিকার ৯৬ জন

দেশে উদ্বেগজনকভাবে গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, রাজনৈতিক সহিংসতা ও নারী-শিশুর ওপর নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) আগস্ট মাসের মানবাধিকার প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনায় ২৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। জুলাই মাসে গণপিটুনিতে নিহত হয়েছিলেন ১৬ জন। নিহতদের মধ্যে বেশির ভাগকে চুরি, ডাকাতি, ছিনতাই বা চাঁদাবাজির অভিযোগে হত্যা করা হয়।
আরও পড়ুন: সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন করার দাবি
সাংবাদিক নির্যাতনের ঘটনায় আগস্টে উদ্বেগজনক বৃদ্ধি দেখা যায়। ৩৩টি ঘটনায় ৯৬ সাংবাদিক হামলা, হুমকি, আইনি হয়রানি, চাকরিচ্যুতি ও হত্যার শিকার হয়েছেন। জুলাই মাসে নির্যাতনের শিকার হয়েছিলেন ৩০ জন। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা।
রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় ৫৪৯ জন আহত ও ২ জন নিহত হয়েছেন। নিহতরা বিএনপির কর্মী–সমর্থক। সহিংসতার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্ব ও পারস্পরিক সংঘর্ষ জড়িত। কারা হেফাজতে মৃত্যুর ঘটনাও কমেনি। আগস্ট মাসে ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৭ জন হাজতি ও ৩ জন কয়েদি।
আরও পড়ুন: আলহাজ্ব হাসান আলীর সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১০টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে হামলা, ভাঙচুর, জমি দখল, কটূক্তি ও ধর্ষণ।
এ ছাড়া আগস্ট মাসে নারী ও শিশুর ওপর ৩৪৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণ ৪৭টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৯টি, ধর্ষণ ও হত্যা ৪টি, ধর্ষণের চেষ্টা ২৪টি, যৌন হয়রানি ২১টি এবং শারীরিক নির্যাতনের ঘটনা ৯৪টি।
এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “গণপিটুনি ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় ভয়াবহ বৃদ্ধি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। ভয়ে কেউ মুখও খুলতে চান না।”