এনবিআরের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ১০:২২ পূর্বাহ্ন, ০২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কর আদায়ে ঘুষ গ্রহণ, কর ফাঁকির সুযোগ প্রদান এবং করদাতাদের হয়রানির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত কর্মকর্তারা হলেন, এনবিআরের সদস্য লুৎফুল আজীম, বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট-এলটিইউ) অতিরিক্ত কমিশনার আবদুর রশীদ মিয়া, কর গোয়েন্দা সেলের (সিআইসি) সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, কর অঞ্চল-১৬-এর উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং এনবিআরের যুগ্ম কমিশনার তারেক হাসান।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখার সুযোগ

দুদক সূত্র জানায়, দায়িত্ব পালনকালে এসব কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে করদাতাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘুষের বিনিময়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর ও শুল্ক ফাঁকির সুযোগ করে দেওয়া, নির্ধারিত কর কমিয়ে দেওয়া এবং করদাতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

দুদক বলছে, এ ধরনের অনিয়ম ও দুর্নীতির ফলে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এছাড়া কর ফেরতের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনেক করদাতা অতিরিক্ত কর পরিশোধের পর সেটি ফেরত পাওয়ার জন্য দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ঘুষ দিতে বাধ্য হন। অভিযোগ রয়েছে, এই ফেরত অর্থের বড় একটি অংশ ঘুষ হিসেবে আদায় করে নিজেদের পকেটে ভরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: তেলের ভুয়া খরচে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেল দুদক

দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।