আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি ছিলেন আব্দুল্লাহ আল নোমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ প্রজন্মের উচিত আব্দুল্লাহ আল নোমানের জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা। একজন আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি ছিলেন আব্দুল্লাহ আল নোমান।
উপদেষ্টা আজ বিকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) আয়োজিত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমান-এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আব্দুল্লাহ আল নোমান যে মমতা, সহমর্মিতা ও প্রজ্ঞার মাধ্যমে রাজনীতি করেছেন, তা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজন। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন মানবতার প্রতীক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান অম্লান হয়ে থাকবে।
উপদেষ্টা বলেন, চট্টগ্রাম তথা দেশের রাজনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদখাতে প্রয়াত আব্দুল্লাহ আল নোমান যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন উদার এবং বড় মাপের মানুষ। সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব
তিনি আরো বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর যত ভালো কাজ দেখেছি সব কাজে আব্দুল্লাহ আল নোমানের হাত ছিল। তিনি মন্ত্রণালয়ে দায়িত্বে থাকার সময় এই কাজগুলো করে গেছেন। তাকে আমি অনুসরণ করে প্রতিটি মুহূর্তে যতটুকু পারি ভালোভাবে কাজ করার চেষ্টা করি।”
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম আবদুল্লাহ আল নোমানের সন্তান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান সাঈদ আল নোমান, আবদুল্লাহ আল নোমানের কন্যা তাজীন নোমান নুমা,দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, দৈনিক পূর্বকোণের নগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, সিভাসু’র প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস এবং প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
স্মরণসভার শুরুতে ‘সিভাসু এবং আব্দুল্লাহ আল নোমান’ শীর্ষক একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবন, দর্শন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।