দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৭:২৭ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় দায়িত্বরত ১০২ জন সহকারী কমিশনার (ভূমি)—যারা সাধারণত এসিল্যান্ড হিসেবে পরিচিত—তাদের প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক আটটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, বিসিএস ক্যাডারের সংশ্লিষ্ট সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনারদের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগে স্থবিরতা: পরিকল্পনা উপদেষ্টা

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারি প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবে এসব সহকারী কমিশনারদের প্রত্যাহার করা হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ