১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন যে, দেশে আবারও 'ওয়ান ইলেভেনের' পদধ্বনি শোনা যাচ্ছে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন।

তবে, পোস্টটি দেওয়ার ২৩ মিনিট পর তিনি তা আপডেট করেন। আপডেটেড পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’’

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘ওয়ান ইলেভেন’ বা ১/১১ হিসেবে ২০০৭ সালের ১১ জানুয়ারির ঘটনাটি পরিচিত। ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন—এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের জেরে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশে জরুরি অবস্থা জারি করা হয়।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

সেদিন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান এবং জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে ২২ জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হয়। এরপর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, যার প্রধান হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমেদ। সেসময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন উদ্দিন আহমেদ।