বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় উদযাপন কমিটি গঠন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ‘জাতীয় উদযাপন কমিটি’ গঠন করেছে দলটি।

সোমবার (১৮ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল কবির রিজভী নিজেই।

উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স; সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, মাহবুবে রহমান শামীম, শাহীদ শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম এবং শামা ওবায়েদ।

আরও পড়ুন: শিক্ষা, সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করবে দলটি।