আওয়ামী লীগ নেতাদের অনলাইন বৈঠক ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা

কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা–কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত অনলাইনে যোগাযোগ রাখছেন এবং বৈঠকে অংশ নিচ্ছেন বলে সরকারি বৈঠকে জানানো হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে আলোচনা হয়, আপাতত টেলিগ্রাম ও বোটিম অ্যাপের ব্যবহার রাতে সীমিত করার এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ দুটি অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
প্রসঙ্গত, গত বুধবার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তির ফোনে টেলিগ্রাম ও বোটিম ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, নির্বাচনের সময় এ ধরনের যোগাযোগ ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।
এছাড়া বৈঠকে আওয়ামী লীগের নেতা–কর্মীদের জামিন প্রাপ্তি নিয়েও আলোচনা হয়। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৩ মাসে ‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িত’ অভিযোগে ৪৪ হাজার ৪৭২ জনকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ—অর্থাৎ ৩২ হাজার ৩৭১ জন জামিন পেয়েছেন। এ বিষয়ে আরও কঠোর নজরদারি ও সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারদের জামিন প্রক্রিয়া কঠিন করার সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
তবে মানবাধিকারকর্মীরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, জামিন পাওয়া নাগরিকের মৌলিক অধিকার এবং প্রকৃত অপরাধ প্রমাণ ছাড়া দীর্ঘদিন আটক রাখা আইনের পরিপন্থী। মানবাধিকারকর্মী নূর খান বলেন, “গত বছরের ৫ আগস্টের পর থেকে অনেক সাধারণ মানুষকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। ফলে তাদের জামিন পাওয়া স্বাভাবিক।